রঞ্জন মহাপাত্র, কাঁথি: ষষ্ঠ দফায় তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ৷ ইভিএমে বন্দি হবে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা এবং ভাইয়ের ভাগ্য৷ তার আগে শুক্রবার কাঁথির জনসভা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করলেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার রাস্তা তৈরি করেছেন৷ পদ্ম শিবিরের নেতার দাবি ঘিরেই মাথাচাড়া দিয়েছে নয়া জল্পনা৷ তবে তার পালটা জবাবও দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ‘মাথার ডাক্তার দেখানোর’ পরামর্শ দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছে বিপ্লব দেবকে৷
শ্রীরামপুরের প্রচার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন ৪০ জন তৃণমূল বিধায়ক নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন৷ ২৩ মে ভোটের ফল ঘোষণার পরই নাকি দলবদল করবেন তাঁরা৷ তবে শুক্রবার কাঁথিতে জনসভার মঞ্চ থেকে শীর্ষ নেতৃত্বের দেখানো পথেই হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, “২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন ঘুরবে না। সবাই বিজেপির পিছনে পিছনে ঘুরবে।” এরপরেই শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ীর সময়েই শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে যাওয়ায় সেবার যোগ দেওয়া হয়নি। এবার যোগ দেওয়ার ব্যাপারে রাস্তা তৈরি রয়েছে। আরও বহু বিধায়কও যোগ দেবেন।’’ ভোটের আবহে বিপ্লব দেবের এই দাবি ঘিরে মাথাচাড়া দিয়েছে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত৷
যদিও বিপ্লব দেবের দাবির পালটা জবাব দিয়েছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন,‘‘ওনার ডাক্তার দেখানোর দরকার আছে। ওনার মাথা খারাপ থেকে যখনতখন যা তা ভুল বকছেন। আমি ওনাকে পরামর্শ দেব, উনি কলকাতার কোনও ভাল মেন্টাল ডাক্তারের কাছে চিকিৎসা করান।’’ এ বিষয়ে পরিবহণমন্ত্রী তাঁর আইনজীবী শুভেন্দুবিকাশ বেরার সঙ্গেও কথা বলেন৷ ইতিমধ্যেই বিপ্লব দেবকে আইনি নোটিস পাঠানো হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.