(বাঁদিকে) গৌরী স্প্র্যাট, (মাঝে) আমির খান এবং (ডানদিকে) রীনা দত্ত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম স্ত্রী রীনার সঙ্গে খাতায় কলমে বিচ্ছেদ হয়ে গিয়েছে বহু বছর আগে। দু’জনের জীবনের পথ একেবারেই আলাদা। তা সত্ত্বেও বন্ধুত্ব অটুট। মেয়ের বিয়েতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আমির ও রীনা। অবশ্য বর্তমানে নতুন প্রেমে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তাঁর মনের দখল নিয়েছেন গৌরী। নতুন প্রেমিকাকে নিয়ে পরিবারের কারও কোনও আপত্তি নেই সেকথা আগেই জানিয়েছেন অভিনেতা। এবার প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে ঢুকতে দেখা গেল আমির ও গৌরীকে। সঙ্গে ছিলেন ছেলে জুনেইদও। সম্প্রতি ছবিশিকারীদের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত।
সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে মুক্তি পেতে চলেছে স্পোর্টস ড্রামা ‘সিতারে জমিন পর’। আপাতত সেই ছবির কাজে অত্যন্ত ব্যস্ত অভিনেতা। তারই মাঝে প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে আচমকা হাজির আমির ও গৌরী। সঙ্গী আমিরপুত্র জুনেইদ। কী কারণে আচমকা প্রেমিকা ও ছেলেকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে আমির, তা এখনও স্পষ্ট নয়। রাখঢাক সরিয়ে গত মাসেই নতুন প্রেমিকার সঙ্গে সকলের আলাপ করিয়েছেন আমির। তবে এদিনের প্রাক্তন ও বর্তমানের সাক্ষাৎ নিয়ে স্পিকটি নট অভিনেতা।
View this post on Instagram
সকলেরই প্রায় জানা, গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। এক সন্তানের মা। আমিরের সঙ্গে তাঁর বন্ধুত্বের বয়স কমপক্ষে পঁচিশ বছর। ভালো বন্ধু হলেও ‘দিল চাহাতা হ্যায়’ এবং ‘লাগান’ ছবি দুটি দেখেছেন গৌরী। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া। আমিরের মনে হয়, গৌরীর সঙ্গেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব।
আবার গৌরীও বরাবর ভদ্র, নরম মনের মানুষকে পাশে চাইতেন। তাই দু’জনের জীবনের গতিপথ মিলে যেতে বিশেষ সময় লাগেনি। তবে প্রথমে আমির ও গৌরীর সম্পর্কের কথা জানতে পারেননি কেউ। ৬০ তম জন্মদিনে সব লুকোছাপা শেষ। কেক কাটার অনুষ্ঠানে সকলের সঙ্গে গৌরীর পরিচয় করান আমির। সম্প্রতি ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে গৌরীকে নিয়েই যোগ দেন আমির। চিনে ওই অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা গিয়েছিল নয়া জুটিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.