Advertisement
Advertisement
Urvashi Rautela

‘টিকিট পেয়েছি’, বলেই রামমন্দিরে পুজো উর্বশীর, বিজেপির হয়েই ভোটে লড়ছেন?

অযোধ্যায় উর্বশী রাওতেলা।

Urvashi Rautela To Join Politics? Offers Prayers at Ayodhya Ram Mandir

ছবি : এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:March 23, 2024 1:54 pm
  • Updated:March 23, 2024 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভোটবাক্স ভারী করতে রাজনৈতিক শিবিরগুলোর প্রার্থীতালিকায় তারকামুখের সমাহার। এবার লোকসভা ভোটের আগে ‘বোমা ফাটালেন’ উর্বশী রাওতেলা। “টিকিট পেয়েছি”, বলেই মডেল-অভিনেত্রী ছুটলেন রামমন্দিরে পুজো দিতে। আর সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই উর্বশীর বিজেপির টিকিটে ভোটে লড়ার জল্পনা তুঙ্গে।

উর্বশী রাওতেলা বর্তমানে ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশন্যাল ইউনিভার্সিটি’ সিনেমার রিলিজ নিয়ে ব্যস্ত। যে ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই পলিটিক্যাল ড্রামার প্রচারেই রাজনীতিতে যোগদান নিয়ে মুখ খুললেন তিনিয উর্বশীর মন্তব্য, “আমি তো ইতিমধ্যেই টিকিট পেয়ে গিয়েছি। তবে এখনও ধন্দে রয়েছি, রাজনীতিতে যোগ দেব কিনা।”

Advertisement

[আরও পড়ুন: রাজের জন্য মাছ বাজারে দরদাম মিঠুন চক্রবর্তীর, ভাইরাল ‘মহাগুরু’র কীর্তি]

এরপরই অভিনেত্রীর সংযোজন, “রাজনীতিতে যোগ দেব কিনা, জানি না। তবে ভক্তদের কাছ থেকেই আমি জানতে চাই। ওরাই বলুক আমি রাজনীতিতে যোগ দেব কিনা।” একথা বলার পরই শুক্রবার অযোধ্যার রামমন্দিরে পুজো দিতে ছুটলেন উর্বশী রাওতেলা। রামমন্দির কর্তৃপক্ষের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। পরনে হলুদ শাড়ি। মাথায় ঘোমটা। ‘সংস্কারি’ অবতারে উর্বশীকে দেখেই নেটপাড়া দুয়ে দুয়ে চার করল, তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটেই লড়ছেন তিনি? আগামী সিনেমার রিলিজের জন্যও রামলালর আশীর্বাদ নিলেন তিনি।

[আরও পড়ুন: ‘সিরিয়াল ছেড়েছি তৃণমূলের জন্য’, ভোটের মুখে বড় কথা লাভলির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement