সৌরভ মাজি, বর্ধমান: বিজেপি প্রার্থীর কুকথার প্রতিবাদ করতে গিয়ে ফের সেই ‘কুকথা’কেই হাতিয়ার করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। যা নিয়ে সরগরম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের রাজনৈতিক হাওয়া। এই কুকথার ‘প্রতিযোগিতা’ গড়াল নির্বাচন কমিশন পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে বর্ধমানের কার্জন গেট চত্বরে সভা করে তৃণমূল। সেই সভা থেকেই দিলীপ ঘোষের ‘অবিবাহিত’ স্টেটাসের প্রসঙ্গ তুলে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে বসলেন বর্ধমান দক্ষিণে (Bardhaman Dakshin) বিধায়ক খোকন দাস। তাঁর বিরুদ্ধে বিজেপি নেতা সৌমেন কার্ফা কমিশনে অভিযোগ দায়ের করেছেন।
দিলীপের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে বিধায়ক বলেন, “দিলীপ ঘোষ বিয়ে করেননি বলেই নারী জাতি সম্পর্কে, মা-বোন সম্পর্কে এই কথা বলেছেন। বিয়ে করলে এসব কথা বলে ঘরে গিয়ে বউয়ের ধোলাইটা খেতে হত মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলার জন্য।” তিনি নিজে বিবাহিত জানিয়ে খোকন দাসের আরও বক্তব্য, “আমরা যদি এমন কথা বলতাম তাহলে বউ আমাকে ঘরে পেটাত। বলতো, তুমি আমাদের সম্পর্কে এসব কী বলেছ? দিলীপ ঘোষের সেটা সুবিধা। তাই দিলীপ ঘোষ মা-বোনেদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলছেন।”
গত মঙ্গলবার দুর্গাপুরে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ। তৃণমূল নির্বাচন কমিশনে (ECI) নালিশ জানায়। বিজেপিও দিলীপের মন্তব্যে অস্বস্তিতে পড়ে। কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর দিলীপ শোকজ (Showcause)করেছে নির্বাচন কমিশনও। পাশাপাশি, দুর্গাপুরে দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। ঘরে-বাইরে চাপে পড়ে দুঃখপ্রকাশ করেন বিজেপি প্রার্থী। দিলীপের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে বর্ধমানে সভা করে তৃণমূল। সেখানেই দিলীপ ঘোষকে নিয়ে বেলাগাম হয়ে যান তৃণমূল বিধায়ক খোকন দাস। সেখানে তিনি আরও দাবি করেন, “দিলীপ ঘোষকে শুধু শোকজ লেটার দিলে হবে না। উনি যেখানেই যাবেন অশান্তি পাকাবেন। তাই ওনাকে উচিৎ শিক্ষা দেওয়া দরকার।”
রাতেই তৃণমূল বিধায়কের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। গভীর রাতে বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনর সৌমেন কার্ফা নির্বাচন কমিশনে খোকন দাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খোকন দাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন ওই বিজেপি নেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.