Advertisement
Advertisement

Breaking News

Dev

হাতঘড়িই রয়েছে ১২ লক্ষ টাকারও বেশি, কত সম্পত্তির মালিক তৃণমূলের তারকা প্রার্থী দেব?

তৃণমূলের তারকা প্রার্থী দেব লক্ষ্মীবারে জমা দেন মনোনয়ন।

Lok Sabha Election 2024: TMC candidate Dev declares assets

ভোটপ্রচারে দেব। সৌজন্যে: ফেসবুক

Published by: Sayani Sen
  • Posted:May 2, 2024 11:52 pm
  • Updated:May 2, 2024 11:52 pm  

সম্যক খান, মেদিনীপুর: দুবারের জয়ী সাংসদ তিনি। তার উপর আবার টলিউড সুপারস্টার। তৃণমূলের তারকা প্রার্থী দেব লক্ষ্মীবারে জমা দেন মনোনয়ন। জমা দেন তাঁর সম্পত্তির খতিয়ানও। ১২ লক্ষ টাকারও বেশি হাতঘড়ি রয়েছে দেবের। ঘাটালের সবচেয়ে ধনী প্রার্থীই তিনি।

দেব গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০। ২০২১-২২ সালের অর্থবর্ষ অনুযায়ী যা প্রায় দ্বিগুণ। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ২৬ হাজার ৭৫৮ টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। তৃণমূলের তারকা প্রার্থী বিনিয়োগও করেছেন বিভিন্ন ক্ষেত্রে। সব মিলিয়ে তার পরিমাণ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। দেব একটি মাত্র গাড়ির মালিক। তাঁর মালিকাধীন গাড়ির বর্তমান বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা।

Advertisement

[আরও পড়ুন: রাজভবনে মন্ত্রী চন্দ্রিমার প্রবেশে নিষেধাজ্ঞা, ভোট চলাকালীন নিষিদ্ধ পুলিশও]

দেবের জমা দেওয়া সম্পত্তির খতিয়ানে সবচেয়ে উল্লেখ্যযোগ্য তাঁর হাতঘড়ির হিসাব। তৃণমূলের তারকা প্রার্থীর কাছে ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি রয়েছে। এছাড়া ২ কেজিরও বেশি সোনা রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকা। দেবের নামে কোনও চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই। তবে দক্ষিণ কলকাতায় একাধিক ফ্ল্যাট রয়েছে তাঁর। যার বাজারমূল্য সবমিলিয়ে ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। তারকা প্রার্থী অবশ্য ঋণের বোঝাও কম নয়। ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণ রয়েছে তাঁর। সম্পত্তির খতিয়ানের নিরিখে বলা যেতেই পারে পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে ধনী প্রার্থী দেব। প্রতিপক্ষদের হারিয়ে এবারেও দেব জয়ের হাসি হাসতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: ‘সম্মানহানি করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা’, শ্লীলতাহানির অভিযোগ ওড়ালেন রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement