সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র রাজনীতি দিয়ে পথচলা শুরু। বর্তমানে সিপিএমের হোল টাইমার। বিধানসভায় পরাজয়ের পর এবার লোকসভার লড়াইয়ে সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। জানেন কত সম্পত্তির মালিক বামেদের এই তরুণ নেতা?
যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্য। ছাত্রজীবনে এসএফআই-এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। বর্তমানে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (West Bengal Lok Sabha Election 2024) যাদবপুর আসনে বামেদের প্রার্থী সৃজন। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন তিনি। হলফনামা বলছে, বামেদের এই প্রার্থী নেহাত কম সম্পত্তির মালিক নন। এককথায় কোটিপতি সৃজন ভট্টাচার্যও। নথি বলছে, মনোনয়ন পেশের সময় সৃজনের হাতে নগদ ছিল আড়াই হাজার টাকা। তাঁর এসবিআই যাদবপুরের ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। বালিগঞ্জের এসবিআই-তে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা। একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তবে তাতে কোনও অর্থ নেই। একাধিক জায়গায় বিনিয়োগ রয়েছে সৃজনের। ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে সৃজনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। বামেদের এই নেতার নিজের কোনও গাড়ি নেই, সোনা নেই, নেই ঋণও।
এতো রইল অস্থাবর সম্পত্তি। সৃজনের স্থাবর সম্পত্তি কত? যাদবপুরের এই প্রার্থীর নামে কোনও চাষযোগ্য জমি নেই। দুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। একটি ফ্ল্যাট, যেটি রয়েছে কলকাতার কসবায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। শান্তিনিকেতনে একটি বাড়ি রয়েছে, যার বাজারমূল্য ২৬ লক্ষ টাকা। এদিকে সৃজনের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৬ হাজার টাকা। এসবিআই চৌরঙ্গী ব্রাঞ্চে রয়েছে ৫৬ হাজার ৮৪৬ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বর্ধমান শাখায় রয়েছে ১৭ হাজার ৪০৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩২৬৩৫। NSC AC-CIF রয়েছে ৮০ হাজার টাকা। সোনা রয়েছে ৩০ গ্রাম। সবমিলিয়ে সৃজনের স্ত্রীর মোট সম্পত্তি ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.