নিজস্ব চিত্র
কল্যাণ চন্দ্র, বহরমপুর: এবার ভোটের প্রচারে বেরিয়ে সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল কংগ্রেস বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে। বুধবার কান্দি মহকুমার কুলি বড়োয়া এলাকায় ভোট প্রচার সেরে বেরিয়ে আসার সময় বৈদ্যুতিন মাধ্যমের এক সংবাদকর্মীর প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
মঙ্গলবার জঙ্গিপুরের (Jangipur) প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে গত মঙ্গলবার নির্বাচনী সভা করেন অধীর। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিক আজ বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জানতে তিনি এখন কী বলবেন। অভিযোগ, প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সেই সময় ওই সাংবাদিককে প্রথমে ধাক্কা মারেন। তার পর জামার কলার ধরে চড় মারেন।
আগেও ভোট প্রচারে বেরিয়ে মেজাজ হারাতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)। গত মাসে এক তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ ওঠে বহরমপুরের সাংসদের বিরুদ্ধে। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। এপ্রিল মাসেই অন্য একটি ঘটনায় বিজেপি, কংগ্রেস কর্মীদের ঝামেলায় আহত হন কয়েকজন কংগ্রেস কর্মী। আহতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College & Hospital) দেখতে যান অধীর চৌধুরী। তাঁকে ঘিরে সেখানে ‘গো-ব্যাক’ স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা। কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় অধীর চৌধুরী মেজাজ হারান বলে অভিযোগ। এমনকী এক বিজেপি সমর্থককে ধাক্কা মারার অভিযোগও উঠেছিল অধীরের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.