Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

রাহুল গান্ধীর ফোন পেয়ে ভোটে দাঁড়াচ্ছেন রাখি সাওয়ান্ত! কাকে হারাতে চান?

বড় আশা ছিল রাখির, 'মোদিজি' টিকিট দেবেন।

Rakhi Sawant wants contest in Lok Sabha Election 2024
Published by: Suparna Majumder
  • Posted:May 3, 2024 4:43 pm
  • Updated:May 3, 2024 10:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটে তারকা প্রার্থীর কমতি নেই। রাজনীতির ময়দানে কেউ নতুন, কেউ আবার পুরনো খেলোয়াড়। এই তালিকায় এবার নাম লেখাতে চান রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বড় আশা ছিল রাখির, ‘মোদিজি’ টিকিট দেবেন। কিন্তু তা হয়নি। এবার নাকি রাহুল গান্ধীর থেকে ফোন পেয়েছেন বলিউডের ‘ড্রামা ক্যুইন’।

শুধু বাংলা নয় সারা দেশে ভোটের পারদ তুঙ্গে। একদিকে যেমন হেমা মালিনী, দেব, রবি কিষেণের মতো অভিজ্ঞ তারকারা রয়েছেন, অন্যদিকে ভোটের ময়দানে প্রথমবার ভাগ্য পরীক্ষায় নেমেছেন অরুণ গোভিল, রূপালি গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা। এমন পরিস্থিতিতেই ভোটে নামার ইচ্ছে প্রকাশ করেন রাখি। শুধু তাই নয়, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে প্রার্থী হতে চান তিনি।

Advertisement

Rahul-Rakhi

[আরও পড়ুন: ‘গড়’ রক্ষায় আসরে গান্ধী পরিবার, রাহুলের মনোনয়নে চাঁদের হাট, আমেঠিতে রোড শো প্রিয়াঙ্কার]

সংবাদমাধ্যমের নিজের ইচ্ছের কথা জানিয়ে রাখি প্রথমে বলেন, “মাণ্ডির প্রার্থী হওয়ার জন্য ৩-৪ বছর ধরে কঙ্গনা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ক্রমাগত বিরোধীদের বিঁধে কথা বলছিল। ফলে সেখানে তো আর বিজেপি আমায় টিকিট দেবে না। তাই রাহুল গান্ধীর কাছে আবেদন জানাচ্ছি, যাতে তিনি কঙ্গনার বিরোধিতায় আমার পাশে দাঁড়ান। আমি নিশ্চিতভাবে জিতব। মাণ্ডির প্রত্যেকটা ঘরে পৌঁছে যাব।”

সম্প্রতি আবার এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে রাখি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে জানতে চান, “কঙ্গনার কোনও ফোন এসেছে? ও কি টিকিট ফিরিয়ে নিয়ে নিয়েছে?” এর পরই আবার তিনি বলেন, “কাল রাহুল গান্ধীর ফোন এসেছিল। উনি বললেন, হ্যাঁ, আপনি ভোটে লড়ছেন। মোদিজি আপনাকে টিকিট না দিলে কী হয়েছে, আমরা আপনার খেয়াল রাখব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Telly Drama (@tellydramatv)

প্রসঙ্গত, ভোটের ময়দানে রাখি নতুন নন। ২০১৪ সালের লোকসভা ভোটে তিনি মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন। পেয়েছিলেন মাত্র ১৫টি ভোট। এর পর রাষ্ট্রীয় আম পার্টি নামে দল গঠন করেছিলেন রাখি। যার চিহ্ন ছিল সবুজ লঙ্কা। পরে রাষ্ট্রীয় আম পার্টি পার্টি থেকেও পদত্যাগ করে RPI (আঠওয়ালে) পার্টিতে যোগ দেন। দলের মহিলা শাখার সভাপতিও হন তিনি।

[আরও পড়ুন: ওটিটির পর্দায় সঞ্জয় লীলা বনশালির ঝলমলে ‘থিয়েটার’, কেমন হল ‘হীরামাণ্ডি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement