সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ ‘দাগি অপরাধী’। কারও বিরুদ্ধে ৪৪, কারও বিরুদ্ধে ২২, কারও আবার ১৮ ফৌজদারি মামলা (Criminal cases)। কেউ আবার কারাবাসেও ছিলেন। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কেরিয়ারের এমনই সব গুরুত্বপূ্র্ণ তথ্যকে হাতিয়ার করে এবারের লোকসভা ভোটে নতুন করে প্রচার কর্মসূচি সাজাল বাংলার শাসকদল তৃণমূল (TMC)। নাম দেওয়া হয়েছে ‘বাংলায় মোদির পরিবার কারা’। মঙ্গলবার সোশাল মিডিয়ায় নতুন প্রচারসূচি নিয়ে ঝাঁপিয়েছে দল। নির্বাচনী ময়দানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তো বটেই, বিজেপি (BJP) বিরোধিতায় একেবারে প্রার্থীদের ‘প্রোফাইল’কে অস্ত্র করল ঘাসফুল শিবির।
Kaun hai #ModiKaParivar?
CRIMINALS, CRIMINALS! pic.twitter.com/MCY0KGdFPp
— All India Trinamool Congress (@AITCofficial) March 19, 2024
মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজেদের X হ্যান্ডলে কয়েকটি পোস্টার পোস্ট করেছে। তাতে স্পষ্ট করা হয়েছে নতুন প্রচার কর্মসূচি। প্রচারে প্রধানমন্ত্রী মোদির বারবার দেশবাসীকে নিজের পরিবার বলে উল্লেখ করার বিষয়টি তোলা হয়েছে সেই পোস্টে। তা নিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘বাংলায় মোদির পরিবার কারা?’ তার জবাবে বিজেপি প্রার্থীদের ছবি ও তাঁদের বিরুদ্ধে কটি ফৌজদারি মামলা আছে, সেসব তথ্য তুলে ধরে খোঁচা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের কর্মীরা। সেই তালিকার প্রথমদিকেই রয়েছেন কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা। নিশানা করা হয়েছে সৌমিত্র খাঁ, হিরণ চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, জ্যোতির্মিয় সিং মাহাতোদের। সেইসঙ্গে লেখা কার বিরুদ্ধে কটি ফৌজদারি মামলা রয়েছে।
এসব প্রার্থীদের নিশানা করে তৃণমূলের আসল প্রচার এই যে, যাঁদের বিরুদ্ধে এত এত মামলা, তাঁদের প্রার্থী করে বিজেপি বার্তা দিচ্ছে, এঁরাই আসলে মোদির পরিবার। উল্লেখ্য, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ বা শান্তনু ঠাকুরদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রার্থী হওয়ার সময় যে কোনও দল নির্বিশেষে নির্বাচন কমিশনের কাছে সেসব উল্লেখ করার নিয়ম রয়েছে। এসব সত্ত্বেও কেন্দ্রে ক্ষমতাসীন দল তাঁদের প্রার্থী করেছে। আর তাকেই হাতিয়ার করেছে বাংলার শাসকদল। জনতার দরবারে এসব প্রার্থীদের পরিচয় খুঁটিনাটি জানিয়ে আসলে প্রাক ভোট যুদ্ধে তাঁদের কমজোরি করে দেওয়ার পথে হাঁটছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.