সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়। বিশেষত বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের কাটাছেঁড়ায় ভোটের আগেই যেন ফল সহজেই অনুমেয় হয়ে যায়। চব্বিশের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Polls) আবহেও তা ঘটছে। ইতিমধ্যে নানা সংস্থা প্রাক ভোট সমীক্ষায় কে, কটি আসন পাবে, তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে। তবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) নিশ্চয়তার সঙ্গে বলে দিলেন, লোকসভা ভোটে বাংলায় বিয়াল্লিশের মধ্যে তৃণমূল কটি আসন পাবে আর বিজেপিকে কীভাবে রুখতে হবে।
শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, ”লোকসভা ভোটে তৃণমূল ৩০ থেকে ৩৫ আসন নিশ্চিতভাবে পাবে। বাম, কংগ্রেস শূন্য পাবে। কোথাও কোনও আসন পাবে না তারা। আর বিজেপিকে কীভাবে দুটি, তিনটি, চারটি আসনে বেঁধে রাখা যায়, তা দেখতে হবে। আমাদের টার্গেট বাংলায় বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা আসন। তবে ৩০ থেকে ৩৫ আসন নিশ্চিত। এর পর তা কতটা এগোনো যায়, দেখতে হবে।”
কটি দফায় ভোট হবে বাংলায়? তা নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, ”আমরা চেয়েছি একদফায় ভোট হোক। বেশি দফায় ভোট করে কী হবে? বরং স্কুল, কলেজগুলিতে বেশিদিন ধরে কেন্দ্রীয় বাহিনী (Central Force)থাকবে। তাতে পড়াশোনার ক্ষতি। এছাড়া মানুষজনও বিব্রত থাকবেন। আমরা চাই, বাংলার ৪২ আসনে একদফায় ভোট হয়ে যাক। রাজ্যে অবাধ , শান্তিপূর্ণ ভোটের পরিবেশ আছে। একদফায় ভোট হলে সমস্যা নেই।” উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল ৪২-এর মধ্যে ৩৪ টি আসন পেয়েছিল। উনিশের ভোটে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ২২-এ। এবার চব্বিশে তাঁদের টার্গেট ৩৫।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.