টলিউড-বলিউড-হলিউডে কোন কোন ছবি মুক্তি পেল চলতি বছর? কোন ছবি কাঁপাল বক্স অফিস? ব্যবসার নিরিখে মুখ থুবড়ে পড়ল কোন ছবি? কার মুকুটে জুড়ল জাতীয় পুরস্কারের পালক? অস্কারের দৌড়েই বা এগিয়ে কোন ছবি? গোটা বছরের বিনোদনের হালহকিকত রইল SangbadPratidin.in-এ৷
টলিউড
আন্ডারডগ:
চলতি বছর টলিউডে প্রায় ৩০টি সিনেমা মুক্তি পেয়েছে৷ তবে বক্স অফিস কাঁপিয়েছে মূলত শিশুশিল্পীরাই৷ সকলকে পিছনে ফেলে এবার সাফল্যের শীর্ষে পরি পিসি এবং ঘোতনের গল্প ‘রেনবো জেলি’৷ তার ঠিক পরের স্থানটি নিয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার ‘হামি’৷ ‘প্রাক্তন’-এর পর আবারও চলতি বছর জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা৷ তাঁদের ‘দৃষ্টিকোণ’ মন ছুঁয়েছে দর্শকদের৷ ব্যোমকেশের সত্যান্বেষণ যদিও চলতি বছর সেভাবে নাড়া দিতে পারেনি অনুরাগীদের৷ উৎসাহ নিয়ে হলমুখী হলেও, নিরাশ হয়েছেন দর্শকরা৷
বিতর্ক:
বন্ধ টেলি সিরিয়ালের শুটিং: কাজের সময়, বকেয়া পারিশ্রমিকের দাবিতে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন টেলি তারকারা৷ প্রায় সপ্তাহখানেক বন্ধ ছিল শুটিং৷ অবশেষে মুখ্যমন্ত্রী এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন৷ টেলি তারকাদের যাতে দাবিপূরণ হয় তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সপ্তাহখানেকের অচলাবস্থার পর আবারও স্বাভাবিক ছন্দে ফেরে টালিগঞ্জের স্টুডিও পাড়া৷
বিশ্বভারতীতে বন্ধ শুটিং: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে একাধিক সিনেমার শুটিং নিয়ে বিতর্ক হয়েছে। উপাসনা মন্দিরের ভিতরে শুটিং করা নিয়ে বিতর্ক চরমে ওঠে। অভিযোগ ওঠে তৎকালীন উপাচার্য স্বপন দত্ত তাঁর প্রভাব খাটিয়ে ওই বিতর্কিত বাণিজ্যিক ছবির শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন। চলতি বছর থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে পাকাপাকিভাবে বাণিজ্যিক সিনেমার শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একমাত্র কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অনুমোদিত সিনেমা বা ডকুমেন্টারি শুটিংয়ের অনুমতির ক্ষেত্রে বিশ্বভারতী সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
পুজো রিলিজ:
চলতি বছর পুজোয় একের পর এক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে৷ ১২ অক্টোবর একইসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা৷ ‘এক যে ছিল রাজা’ -এর মাধ্যমে ভাওয়াল সন্ন্যাসীর কাহিনিকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সৃজিৎ। প্রসেনজিৎ ও অপরাজিতা জুটির ‘কিশোর কুমার জুনিয়র’ মুক্তি পেয়েছিল ঠিক পুজোর আগেই৷ উৎসবের মরশুমে দর্শকদের হাসির খোরাক জোগানোর কাজ করেছিল ‘মনোজদের অদ্ভুত বাড়ি’৷ ভিন্ন স্বাদের সত্যান্বেষণের গল্প নিয়ে পর্দায় আত্মপ্রকাশ ‘ব্যোমকেশ গোত্র’-এর৷ প্রথম দু’টি ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারলেও, মুখ থুবড়ে পড়েছিল বাকি দু’টি৷
সাফল্য:
চলতি বছর জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত করেছেন ঋদ্ধি সেন৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’ ছবির জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পান৷ বাংলার এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তাঁকে অন্যতম ধরা হয়৷ ‘নগরকীর্তন’ ছবিটি পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও৷ জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির স্বীকৃতি পায় ‘ময়ূরাক্ষী’৷
বলিউড
পদ্মাবত:
হাজারও বিতর্কের পর নাম বদল করে চলতি বছরের শুরুতেই মুক্তি পায় ‘পদ্মাবত’৷ চতুর্দশ শতাব্দীতে ভারতের মেদাপাতা (বর্তমান রাজস্থান) রাজ্যের রাজা মহরওয়াল রতন সিংয়ের স্ত্রী ছিলেন ‘পদ্মাবতী’। অসম্ভব সুন্দরী ও বহু গুণের অধিকারী এই রানি পদ্মাবতীকে নিয়েই তৈরি ‘পদ্মাবত’৷ যেখানে মূল চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। বিশেষ করে রানির লাস্যময়ী রূপ এবং রাজস্থানি লোকনৃত্যে দীপিকার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। রতন সিংয়ের কাছ থেকে সিংহাসন দখল করে নেওয়া সম্রাট আলাউদ্দিন খিলজিও এক সময় এই পদ্মাবতীর প্রেমে পড়েন। রতন সিং হিসাবে দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে৷ অভিনয় দক্ষতায় খিলজির ভূমিকায় অনবদ্য রণবীর সিং৷ প্রায় ৩০০ কোটি টাকা আয় করে রানি পদ্মাবতীর জীবন কাহিনি।
আন্ডারডগ:
বাজেটের নিরিখে বলিউডে এবার ছোটবড় সব ধরনের সিনেমাই তৈরি হয়েছে৷ কিন্তু বছর শেষে প্রশ্ন একটাই৷ কোন ছবি কতটা মন ছুঁল দর্শকদের৷ বক্স অফিসের হালহকিকতেই স্পষ্ট ছবির সাফল্য৷ বছরভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেরার তালিকায় জায়গা করে নিয়েছে বলিউডের সাতটি সিনেমা৷ তারকা কিংবা বাজেট নয়, গল্প এবং অভিনয়ই যে শেষ কথা বলে তাই প্রমাণিত হয়েছে৷ তারকাখচিত ‘ঠাগস অফ হিন্দোস্তান’-কে পিছনে ফেলে একশো কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছিল ‘বধাই হো’৷ ঠগিদের লড়াইদের কাহিনির চেয়ে পারিবারিক সিনেমাই মন কেড়েছে দর্শকদের৷ সত্যি কাহিনি অবলম্বনে তৈরি ছবিও এবার দিব্যি মন কেড়েছে দর্শকদের৷ ‘স্ত্রী’ এবং ‘প্যাডম্যান’ ছবির সাফল্য তার প্রমাণ দিয়েছে৷ ‘মান্টো’, ‘রাজি’, ‘মুলক’, ‘অন্ধাধুন’, ‘হিচকি’ নিয়েও সিনে অনুরাগীদের উচ্ছ্বাসের অন্ত ছিল না৷
একশো কোটির ক্লাব:
সমালোচকরা যত নম্বরই দিক না কেন, কিছু কিছু বিগ বাজেটের ছবি যথেষ্টই মন জয় করেছে দর্শকদের৷ সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’ নাম লিখিয়েছিল একশো কোটির ক্লাবে৷ এই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য প্রশংসিত রণবীর কাপুর৷ বলা যেতে পারে অভিনয় জীবনে রণবীরকে নয়া দিশা দেখাতে পারে ‘সঞ্জু’৷ থালাইভার ‘২.০’ গল্পের দিক থেকে খুব একটা যে নজরকাড়া তা নয়৷ তবে ব্যবসা করেছে ভালই৷ খুব অল্পদিনেই পক্ষীরাজনের গল্প ছুঁয়েছিল একশো কোটির গণ্ডি৷ তারকাখচিত ‘ঠাগস অফ হিন্দোস্তান’ নিয়ে দর্শকদের হতাশার শেষ নেই৷ কিন্তু ব্যবসার নিরিখে যথেষ্ট সফল বিগ বি-আমির-ক্যাটরিনার এই ছবি৷
বিতর্ক:
#MeToo: বি-টাউনে এবার আছড়ে পড়েছিল #MeToo ঝড়৷ নানা পাটেকর থেকে সাজিদ খান, বিকাশ বহেল, রজত কাপুরের নাম জুড়েছে এই তালিকায়৷ এমনকী ‘সংস্কারি’ অলোক নাথের বিরুদ্ধেও উঠেছে যৌন হেনস্তার অভিযোগ৷ এই তালিকায় নাম যোগ হওয়ায় ‘ইন্ডিয়ান আইডল ১০’ থেকে বাদ যেতে হয় অনু মালিককে৷
কেদারনাথ: লাভ জেহাদের সঙ্গে উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যা মিশেল ঘটেছে বলিউডি ছবিতে৷ নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সিনেমার কথা বলা হচ্ছে৷ হ্যাঁ, ঠিক ধরেছেন৷ সুশান্ত সিং রাজপুত-সারা আলি খান জুটির ‘কেদারনাথ’৷ হিন্দু তরুণীর সঙ্গে মুসলমান যুবকের প্রেমের গল্প দর্শকদের মন ছুঁয়েছে৷ কিন্তু ছবি মুক্তির আগে বারবার বিতর্কের সম্মুখীন হতে হয়েছে গোটা টিমকে৷
সরকার: ছবি মুক্তির আগে থেকে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘সরকার’৷ এআইডিএমকে নেতৃত্বের দাবি, এই ছবির মাধ্যমে সরকারের দিকে আঙুল তুলেছে৷ আর তা নিয়ে হাজারও বিতর্কের সূত্রপাত৷ দক্ষিণের এই সিনেমা নিয়ে বিতর্কের জল গড়ায় আদালতেও৷
সাফল্য:
‘মম’ ছবির ঝুলিতে আসে দুটি জাতীয় পুরস্কার৷ ‘মম’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে মরণোত্তর জাতীয় পুরস্কার পান শ্রীদেবী এবং গানের জন্য পুরস্কৃত হন এ আর রহমান৷ দাদাসাহেব ফালকে পুরস্কার পান প্রয়াত বিনোদ খান্না৷
হলিউড
অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার
পরিচালক জো রুশো এবং অ্যান্থনি রুশোর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ নিয়ে বিতর্কের শেষ ছিল না৷ গল্পটি আদৌ কতটা পর্দায় তুলে ধরবেন পরিচালকেরা, তা নিয়ে আলোচনা হয়েছে যথেষ্ট৷ নিজেদের কাজের মাধ্যমে আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন জো রুশো এবং অ্যান্থনি রুশো৷ বক্স অফিসে সাফল্যের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’৷
বিতর্ক:
হলিউডে যৌন হেনস্তার ঝড় আছড়ে পড়ে ২০১৭-র অক্টোবরে৷ হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ওঠে যৌন নির্যাতনের অভিযোগ৷ এই ঘটনার রেশ রয়ে গিয়েছিল চলতি বছরেও৷ ২০১৮ সালেই আত্মসমর্পণ করেন হার্ভে৷
সাফল্য:
এই প্রথম অস্কারের জন্য মনোনীত হয়েছে মার্ভেলের কোনও ছবি। সংগীত এবং ভিজ্যুয়াল এফেক্টস-এই দুটি বিভাগে মনোনীত ‘আভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’৷ একইসঙ্গে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড ওয়াসপ’ ভিজ্যুয়াল এফেক্টের জন্য অস্কারের তালিকাভুক্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে ২০১৯ সালে ২২ জানুয়ারি পর্যন্ত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.