Advertisement
Advertisement

Breaking News

বিনামূল্যে ছবি ডাউনলোডের ১০টি আদর্শ সাইট

তাহলে উপায়? উপায় তো আছেই৷ তাও আবার একটা নয়৷ দশ-দশটা! নিচে দেওয়া ১০ টা আইনি ওয়েবসাইটের নাম মনে রাখুন৷ তাহলেই কেল্লাফতে৷

Free movies: 10 legal websites for streaming, downloading
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 7:06 pm
  • Updated:August 9, 2022 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি দেখার জন্য সিনেমাপ্রেমীরা সাধারণত দু’টি মাধ্যমকে বেছে নেন৷ সিনেমা হল আর টিভি-র পর্দা৷ তবে সময় সুযোগের অভাবে সবসময় সিনেমা হলে গিয়ে ছবি দেখা হয় না অনেকেরই৷ আবার বিজ্ঞাপনের ভিড়ে টিভি-তে ছবি দেখা মাথাব্যথার বিষয় হয়ে ওঠে৷ তাই ইদানীং ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে৷

কিন্তু জানেন কি, পাইরেটেড ছবির ওয়েবসাইটগুলো থেকে ছবি ডাউনলোড করার অনেক ঝুঁকি রয়েছে? বেআইনি সাইটগুলো থেকে ছবি ডাউনলোড করলে শাস্তির মুখেও পড়তে হতে পারে৷ তার উপর এই সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ছবির কোয়ালিটিও খুব একটা ভাল হয় না৷ তা সত্ত্বেও আপনি বলতেই পারেন, সিনেমা হলে যাওয়ার খরচ তো বেঁচে যায়! আজ্ঞে না! হিসেব করে দেখুন তো, হলে গিয়ে একটা ছবির জন্য যত দামের টিকিট কাটেন, একটা ছবি ডাউনলোড করতে প্রায় তত টাকারই ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায় না কি? আর তাও যদি না হয়৷ অফিসের হাই ব্রডব্র্যান্ড থেকে অথবা ওয়াই-ফাই জোনে বসে স্মার্টফোনে ছবি ডাউনলোড করেও কিন্তু আপনি নিরাপদ নন৷ কারণ, ছবি ডাউনলোড করার বেআইনি ওয়েবসাইটগুলো ম্যালওয়্যার আর ভাইরাসে ভর্তি থাকে৷ ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার সাধের ফোনটি৷

Advertisement

তাহলে উপায়? উপায় তো আছেই৷ তাও আবার একটা নয়৷ দশ-দশটা! নিচে দেওয়া ১০ টা আইনি ওয়েবসাইটের নাম মনে রাখুন৷ তাহলেই কেল্লাফতে৷ বিনামূল্যে ইচ্ছে মতো ছবি নামান আর দেখুন৷ সিনেমা হলে যাওয়ার সমস্যাও মিটবে আর আপনার ফোনটিও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবে৷
কোন কোন সাইট থেকে অনায়াসেই ভাল কোয়ালিটির ছবি নামানো যাবে? জেনে নিন৷

Advertisement

১. ভিমিও (Vimeo)

3323b2153b13fd683d82352d36eacad3c4408f28-tc-img-preview
লগ ইন করে একবার ঢুকে পড়তে পারলেই হাজার হাজার ছবির দুনিয়ায় পাড়ি দেওয়া যাবে৷

২. পাবলিক ডোমেন টোরেন্টস্ (Public domain torrents)

75e51f2e93c74a3f60b4814fa3eb80c0f205e354-tc-img-preview
এই ওয়েবসাইটটিকে ছবির অংশগুলো ছোট ছোট ভাগে ভাগ করা থাকে৷ সুতরাং ফোনে মেমরি স্পেস কম থাকলে আজ অর্ধেক ডাউনলোড করুন৷ আবার দেখে ডিলিট করে পরের দিন অর্ধেকটা ফোনে ভরে ফেলুন৷

৩. ওয়াচ ডকুমেন্ট্রি ডট ওআরজি (WatchDocumentary.org)

40be0fcab92156bb906bfbd4f90a97f98f8f3dc8-tc-img-preview
এই ওয়েবসাইটটিতে নানা বিষয়ের ডকুমেন্ট্রি ছবি রয়েছে৷ যা বিনামূল্যে ডাউনলোড করে দেখতে পারেন৷

৪. টপ ডকুমেন্ট্রি ফিল্মস (TopDocumentaryFilms)

bcece2f5f278694934073ad2175ff1a176556ca5-tc-img-preview
নিজের জি-মেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করুন৷ তাহলেই বহু দুর্মূল্য ছবির সন্ধান দেবে এই সাইট৷

৫. ক্লাসিক সিনেমা অনলাইন (Classic Cinema Online)

63aaec0b39e463a5fae96bf06f349a729326b949-tc-img-preview
যাঁরা সিনেমা নিয়ে লেখাপড়া করেন, তাঁদের নানা দেশের বিভিন্ন বিষয়ের ছবি দেখতে হয়৷ ফিল্ম ফেস্টিভাল ছাড়া সচরাচর সেইসব ছবি দেখার সুযোগ মেলে না৷ এই ওয়েবসাইটটি তাঁদের জন্য আদর্শ হতে পারে৷

৬. পপকর্ন ফ্লিক্স (PopcornFlix)

1ba22c3af203744be3e1d41a5c88b89b11c96e7b-tc-img-preview
রোম্যান্টিক থেকে অ্যাকশন, হরর থেকে কমেডি সব ধরনের ছবি খুঁজে পাবেন এখানে৷

৭. মুভিজ ফাউন্ড অনলাইন (MoviesFoundOnline)

21165e3ab4d6c7bbcdf32dc8f3c64a867d757807-tc-img-preview
শুধু সিনেমাই নয়, সিরিয়াল, রিয়েলিটি শোও ডাউনলোড করা যাবে এখান থেকে৷

৮. ক্র্যাকল (Crackle)1fbf9d1a02a45a6b3ced9bfb60029ed606752951-tc-img-preview

সিনেমা ডাউনলোডের জন্য এই সাইটটিও বেশ জনপ্রিয়৷

৯. দ্য ইন্টারনেট আর্কাইভ (The Internet Archive)

e7002bee7cc7d57e1cec9ba9094c2fa72727faa2-tc-img-preview
সাইন ইন করে নিজেই শিখে ফেলুন কীভাবে এখান থেকে ছবি ডাউনলোড করবেন৷

১০. ইউটিউব (YouTube)

0de017c729836e7612a2336e4391ec45639c2103-tc-img-preview
এ নিয়ে নিশ্চয়ই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ