Advertisement
Advertisement

Breaking News

কী দেখে বুঝবেন আপনার সম্পর্ক চিরস্থায়ী?

এবার ভেবে বলুন তো আপনার এবং আপনার পার্টনারের সম্পর্ক চিরস্থায়ী হবে কি না?

A relationship expert reveals 4 signs that you're a perfect match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2016 6:26 pm
  • Updated:February 28, 2019 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধুনিক যুগে সম্পর্কের সমীকরণ সময়ের মতোই কঠিন৷ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক জটিল হয়৷ সম্পর্কের স্থায়িত্বও হয় কম৷ এমন একটি সময়ে সম্পর্ক টিকিয়ে রাখা বেশ কঠিন৷ পাশাপাশি, সঙ্গী এবং সঙ্গিনীর মধ্যে মনের মিলেরও আজকের দিনে বড় অভাব৷ তবুও প্রেম আজও অমলিন৷ বহু সম্পর্ক আজ ও শত সমস্যা কাটিয়ে দিব্যি এগিয়ে চলেছে৷ দম্পতিদের সমীকরণও থেকে যাচ্ছে ঠিক নতুনের মতো৷ কিন্তু একথা ভুললে চলবে না, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের টিকে থাকা আপনার এবং আপনার পার্টনারের উপর নির্ভর করে৷ দম্পতির সমীকরণই সম্পর্ককে টিকিয়ে রাখার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয়৷

Relax and let go of everday cares.

Advertisement

কিন্তু কী ভাবে বুঝবেন আপনার সঙ্গে আপনার পার্টনারের সমীকরণ পারফেক্ট? কী ভাবে বুঝবেন আপনার এবং আপনার পার্টনারের সম্পর্ক চিরস্থায়ী হবে? বিশেষজ্ঞরা বলছেন চারটি বিষয় লক্ষ্য করলেই না কি বুঝে নেওয়া যায় আপনার এবং আপনার পার্টনারের সমীকরণ কতদিন স্থায়ী হবে৷ সেই চার বিষয় কী, তা জেনে নিন এই প্রতিবেদনে৷
১. ঘুরতে যাওয়া:
আপনি ঘুরতে যেতে ভালবাসেন? আপনার পার্টনারও কী আপনারই মতো ঘুরতে যেতে ভালবাসেন? দম্পতির ভ্রমণস্পৃহা অনেক সময় বলে দিতে পারে আপনাদের সম্পর্কের স্থায়িত্ব কতটা৷ যদি আপনাদের ঘুরতে যাওয়ার ধরন, পছন্দের হলিডে ডেস্টিনেশন মাইল যায় তবে বুঝবেন আপনাদের ভাবনার প্রচুর মিল রয়েছে৷ অর্থাৎ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে৷

Advertisement

couple-travel
২. আপনাদের পছন্দ মেলে:
আপনাদের কমন ইন্টারেস্ট রয়েছে প্রচুর৷ আপনারা দু’জনই বই পড়তে ভালবাসেন কিংবা হাঁটতে যেতে ভালবাসেন কিংবা আড্ডা দিতে ভালবাসেন৷ আপনাদের দু’জনেরই কমন ইন্টারেস্ট যদি এক হয় তবে খুব স্বাভাবিকভাবেই আপনার এবং আপনার সঙ্গীর মনের মিল বাড়বে৷ সম্পর্ক টিকবেও বেশিদিন৷
৩. সমতা বজায়:
আপনার এবং আপনার পার্টনারের এসম্পর্কে রয়েছে এক অদ্ভুত সমতা৷ আপনারা কেউই সম্পর্ক নিয়ে অস্থির নন কিন্তু দু’জনই সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস৷ আপনারা দু’জনই যথেষ্ট বুঝদার এবং কীভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সচেতন৷ যেহেতু আপনারা দু’জনই সম্পর্ককে যথেষ্ট প্রাধান্য দেন এবং সমতা বজায় রাখেন সেহেতু আপনার সম্পর্ক বেশিদিন টিকবে৷

Loving-Couple-Photography-12
৪. নিজের প্রতি ভালবাসা:
এমন মানুষের সঙ্গে সর্বদা থাকা উচিত যিনি আপনাকে প্রাধান্য দেন৷ যাঁর সঙ্গে থাকলে নিজের গুণের প্রকাশ ঘটে৷ আর নিজেকে ভালবাসতে পারলে তবেই মানুষ নিজের চারপাশের মানুষকে ভালবাসতে পারবেন৷ তাই আপনার পার্টনার যদি আপনাকে নিজের প্রতি ভাল বোধ করাতে সক্ষম হন, তবে বুঝে নিন, এ সম্পর্ক ভেঙে যাওয়ার নয়৷
এবার ভেবে বলুন তো আপনার এবং আপনার পার্টনারের সম্পর্ক চিরস্থায়ী হবে কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ