Advertisement
Advertisement

Breaking News

কোথায় আছে সোনায় মোড়া পাহাড়?

চারদিকে সবুজ গাছ, মাঝে মাঝে ছোট্ট ঝরনা, অপূর্ব নৈসর্গিক দৃশ্য—মনে হয় যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি৷

Ponmudi, enchanting hill resort in Thiruvananthapuram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 4:48 pm
  • Updated:March 1, 2019 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভগবানের আপন দেশ কেরল৷ আর কেরল বলতেই চোখের সামনে ভেসে ওঠে মন্দির, মসজিদ, চার্চ, প্রাসাদ বা সিনাগগ৷ আছে আরব সাগরের তীরে পরিচ্ছন্ন সাগরতট, চিরসবুজ পশ্চিমঘাট পর্বতমালা, পেরিয়ার হ্রদের জলে লঞ্চে ভেসে বন্যপ্রাণী দর্শন, আলেপ্পির ব্যাকওয়াটারে ক্রুজ বা চা-বাগানের সুঘ্রাণমাখা সহজ সরল মুন্নারের জীবনযাত্রা চাক্ষুষ করা৷ কিন্তু এবার আমরা কোন পরিচিত জায়গায় বেড়াতে যাব না৷ এবার আমাদের গন্তব্য অচেনা শৈলশহর পোনমুড়ি৷

কী করে যাবেন, কোথায় থাকবেন—

Advertisement

তিরুবনন্তপুরম শহর থেকে ৬১ কিলোমিটার দূরে পোনমুড়ি৷ বাসে অথবা গাড়িতে গিয়ে দিনের দিনেই ফিরে আসা যায় তিরুবনন্তপুরমে৷ যাওয়ার পথে পড়ে ২২টি চুলের কাঁটার মতো বিপজ্জনক বাঁক৷ সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা৷ নিরালা পোনমুড়িতে থাকার জন্য আছে রাজ্যের পর্যটন দফতরের গেস্টহাউস৷

Advertisement

ponmudi2

কী দেখবেন—

ছবির মতো সাজানো সুন্দর শৈলশহর এই পোনমুড়ি৷ মালায়লম ভাষায় ‘পোন’ কথার অর্থ সোনা এবং ‘মুড়ি’ কথার অর্থ পাহাড়৷ আক্ষরিক অর্থেই সোনা দিয়ে মোড়া পাহাড়ি শহর পোনমুড়ি৷ পশ্চিমঘাট পর্বতমালার কোলে তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত এই পোনমুড়ি শৈলশহর৷ চারদিকে সবুজ গাছ, মাঝে মাঝে ছোট্ট ঝরনা, অপূর্ব নৈসর্গিক দৃশ্য—মনে হয় যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি৷ ট্রেকিং করতে পারেন৷ এখান থেকে ঘুরে আসতে পারেন ১০ কিলোমিটার দূরের পিপ্পারা অভয়রাণ্য থেকে৷ ৫৩ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই জঙ্গলে দেখা মিলবে হাতি, লেপার্ড, ফ্লাইয়িং ফ্রগ, মালাবার ট্রি টোড, ট্রাভানকোর টরটয়েজ-সহ অজস্র রং-বেরঙের পাখির৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ