Advertisement
Advertisement

Breaking News

আইনের পেশা ছেড়ে মডেল হয়ে তাক লাগালেন যিনি

কেরিয়ার শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে৷ কিন্তু ইচ্ছে ছিল হয় মডেল হবেন, নয় ব্লগার৷ আর সে ইচ্ছেপূরণের সাহস দেখিয়েই দুনিয়াকে চমকে দিয়েছেন তিনি৷

this-lawyer-left-her-job-to-become-a-model
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 2:54 pm
  • Updated:February 27, 2019 7:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশা তো কতজনই পাল্টান৷ কিন্তু সফল হন কতজন? ক’জনই বা নতুন পেশায় এসে দুনিয়াকে তাক লাগাতে পারেন! হাতোগোণা কয়েকজনই এমন সাফল্যের স্বাদ পান৷ যেমন পিয়া মুলেনবেক৷

কে তিনি? বর্তমানে মডেল হিসেবে তিনি সুপরিচিত৷ এছাড়া স্পোর্টস ইনারওয়্যার কোম্পানির মালকিনও তিনি৷ যোগ ব্যায়ামের জন্য প্রয়োজনীয় পোশাক তৈরি করে তাঁর কোম্পানি৷ কিন্তু জীবনের শুরুটা তাঁর এরকম ছিল না৷ কেরিয়ার শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে৷ কিন্তু ইচ্ছে ছিল হয় মডেল হবেন, নয় ব্লগার৷ আর সে ইচ্ছেপূরণের সাহস দেখিয়েই দুনিয়াকে চমকে দিয়েছেন তিনি৷

Advertisement

12328073_243888272620937_601260020_n-e1462996426258

Advertisement

রিস্ক না নেওয়াই জীবনের বড় রিস্ক- ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের এ কথা যেন তাঁর জীবনে অক্ষরে অক্ষরে সত্যি৷ ২০১৪ সালে জীবনের বড় রিস্কটা নিয়েছিলেন তিনি৷ আইনের পেশা ছাড়লেন৷ শুরু করলেন তাঁর মডেলিং ও খেলার পোশাক তৈরির কোম্পানি৷ এই খাতিরেই পূরণ হল তাঁর মডেল হওয়ার স্বপ্ন৷ নিজের প্রডাক্টের জন্য নিজেই মডেল হলেন৷ এবং সে সিদ্ধান্ত যে একদম ভুল নয় তা তো বলাই বাহুল্য৷

12940698_1014136271999651_657007940_n-e1462996495558

জন্মসূত্রে জার্মানি হলেও তিনি অষ্ট্রেলিয়ার বাসিন্দা৷ নিজের মডেলিংয়ের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন অভাবিত সাড়া পেয়েছিলেন৷ মানুষের সেই আগ্রহই তাঁকে মডেলিং কেরিয়ারে উৎসাহ যুগিয়েছিল৷

13098882_1538513986453900_726001090_n-e1462996476776

অবশ্য ব্লগার হওয়ার স্বপ্নও তিনি ছেড়ে দেননি৷ ‘গ্রাজিয়া’ নামে এক পত্রিকার মার্কেটিং এডিটরও হন তিনি৷

12677586_1702129696669981_1622860251_n-e1462996410714

কিছুদিন আগেও তিনি ভাবতেন, সকালে অফিস যাবেন৷ ঠিক সময়ে বাড়ি ফিরবেন৷ ব্যাস জীবন এটুকুই৷ কিন্তু ব্যবসা শুরুর পর সব যে বদলে গিয়েছে তা স্বীকার করেন পিয়া৷ এবং তা তিনি উপভোগ করছেন চুটিয়ে৷

13116547_100228133727673_499860454_n-e1462996399258

নিজের সাফল্যের পাশাপাশি সমাজের কথাও আছে তাঁর ভাবনাতে৷ আর তাই তাঁর কোম্পানি ‘স্লিঙ্কি’র লাভের একটা অংশ তিনি তুলে রাখেন সমাজকল্যাণমূলক কাজে৷

12976115_252826051736553_917636683_n-e1462996467733

#PiaMuehlenbeck #Model #Lawyer #

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ