Advertisement
Advertisement

Breaking News

ইউক্যালিপটাস, জারুল, মেহগনিতে ছাওয়া একটুকরো মরুদ্যান

অন্ধ্রপ্রদেশ বলতেই চোখে ভাসে হায়দরাবাদের চারমিনার কিংবা গোলকোণ্ডা দুর্গের অনন্য স্থাপত্য৷ কিংবা বিশাখাপত্তনমের বিস্তৃত সৈকতে ঢেউয়ের আনাগোনা৷ কিংবা পরিচিত জায়গা তো অনেক হল৷ এবার আমাদের গন্তব্য অন্ধ্রের একমাত্র স্বল্প পরিচিত শৈলশহর হর্সলে হিল৷

Horesly Hills is a picturesque hamlet in the state of Andhra Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 7:47 pm
  • Updated:April 19, 2022 3:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশ বলতেই চোখে ভাসে হায়দরাবাদের চারমিনার কিংবা গোলকোণ্ডা দুর্গের অনন্য স্থাপত্য৷ কিংবা বিশাখাপত্তনমের বিস্তৃত সৈকতে ঢেউয়ের আনাগোনা৷ কিংবা পরিচিত জায়গা তো অনেক হল৷ এবার আমাদের গন্তব্য অন্ধ্রের একমাত্র স্বল্প পরিচিত শৈলশহর হর্সলে হিল৷ অন্ধ্র প্রদেশের রায়লসীমা অঞ্চলের চিত্তুর জেলায় এর অবস্থান৷ ৪ হাজার ফুট উচ্চতায় নাল্লামালাই পর্বতমালায় অবস্থিত হর্সলে হিল৷ অতীতে এর নাম ছিল ভেঙ্গু মালাম্মা কোণ্ডা৷ কিংবদন্তি এখানে থাকত মালাম্মা নামে এক ছোট্ট মেয়ে৷ সে হাতিদের সেবা করত আর স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা করত৷ হঠাৎ একদিন সে হারিয়ে যায়৷ স্থানীয়দের ধারণা হয়, মালাম্মা ছিল দেবী৷ ১৮৪০-৪৩ সালে কুডাপ্পার কালেক্টর ডব্লু ডি হর্সলে এই জায়গার খোঁজ পান৷ এখানকার মনোরম আবহাওয়া আর প্রকৃতিতে মুগ্ধ হয়ে গ্রীষ্মাবাস তৈরি করেন৷

কী ভাবে যাবেন—

Advertisement

সেকেন্দ্রাবাদ থেকে চেপে চলে আসুন মদনাপল্লে রোড স্টেশন৷ ৪৩ কিলোমিটার দূরের মদনাপল্লে থেকে গাড়িতে যাওয়া যাবে হর্সলে হিল৷ হায়দরাবাদ থেকে হর্সলের দূরত্ব ৫৩১ কিলোমিটার৷ তিরুপতি থেকে হর্সলে হিলের দূরত্ব ১৪৪ কিলোমিটার৷ বিমানে তিরুপতি এবং বেঙ্গালুরু থেকে পৌঁছনো যায় হর্সলে হিল৷ হোটেল বা রিসর্টে বলা থাকলে তারাই গাড়ি স্টেশন অথবা বিমানবন্দরে পাঠিয়ে দেবে৷

Advertisement

horsley1

কোথায় থাকবেন—

নিরালা এই শৈলশহরে থাকার জন্য আছে অন্ধ্রপ্রদেশের পর্যটন দফতরের বিলাসবহুল রিসর্ট৷

কখন যাবেন বেড়াতে, কী দেখবেন—

সারাবছরই যাওয়া যায় হর্সলে হিল৷ বছরভর আবহাওয়া থাকে মনোরম ও শীতল৷ প্রকৃতি ঢেলে সাজিয়েছে নিজেকে হর্সলে হিলে৷ ইউক্যালিপটাস, জারুল, মেহগনি, গুলমোহর ছাওয়া বন দফতরের পার্কে দেখুন ময়ুর, খরগোশ, বাঁদর আর গুটি কয়েক কুমির৷ এছাড়া ঘুরে আসুন মালাম্মা মন্দির৷ নয়নাভিরাম মন্দির চত্বরে দেখা মিলবে বিরল প্রজাতির পুনগান্নুর গরু, যা স্থানীয় চেঞ্চু উপজাতিরা লালনপালন করে৷ এছাড়া ঘুরে আসুন গঙ্গোত্রী হ্রদ, এলাকার প্যানরমিক ভিউ অসাধারণ৷ অবশ্যই দেখুন পরিবেশবিদ ভেঙ্কট সুব্বা রাও নির্মিত পরিবেশ পার্ক৷ ঘুরে দেখতে পারেন পাখির জন্য বিখ্যাত কৌনদিন্য জাতীয় উদ্যান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ