Advertisement
Advertisement

Breaking News

কাঞ্চনজঙ্ঘার কোলে শান্ত নির্জন পাহাড়ি গ্রাম

কাঞ্চনজঙ্ঘার কোলে ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলে৷ চারিদিকে নিস্তব্ধ শান্তির পরিবেশ৷ এই গ্রামের ঘুম ভাঙে এবং ঘুমোতে যায় পাখির ডাক শুনে৷ উত্তরবঙ্গের গ্রামীণ পর্যটনের অন্যতম সুন্দর জায়গা এই চারখোলে৷

Charkhole-The heaven of serenity amidst Kangchenjunga
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 4:19 pm
  • Updated:February 28, 2019 5:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘার কোলে ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলে৷ চারিদিকে নিস্তব্ধ শান্তির পরিবেশ৷ এই গ্রামের ঘুম ভাঙে এবং ঘুমোতে যায় পাখির ডাক শুনে৷ উত্তরবঙ্গের গ্রামীণ পর্যটনের অন্যতম সুন্দর জায়গা এই চারখোলে৷

কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—

Advertisement

শিলিগুড়ি থেকে চারখোলের দূরত্ব ১৩৫ কিলোমিটার৷ কালিম্পঙের দূরত্ব ৩২ কিলোমিটার৷ গাড়ি ভাড়া করে পৌঁছনো যায় চারখোলে৷ ভাড়া পড়বে ১৫০০ থেকে ৪০০০ টাকা৷ শেয়ার জিপেও আসা যায় চারখোলে৷ কালিম্পং থেকে পাইন, ফার ছাওয়া রেলি রোড হয়ে আসা যায় প্রায় ১৫ কিলোমিটার দূরের চারখোলে৷

Advertisement

CHARKHOLE2

চারখোলে থাকার জন্য আছে বিভিন্ন মানের এবং দামের হোটেল-রিসর্ট৷ ভাড়া পড়বে ১০০০ থেকে ২০০০ টাকা৷ কর অতিরিক্ত৷ চাইলে হোম-স্টের মাধ্যমেও থাকতে পারেন৷

কী দেখবেন—

নির্জন প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করতে হলে আসুন চারখোলে৷ পাইন, ফার, ধুপি গাছের ঠাসবুনোট, সবুজের ফাঁকে ফাঁকে দার্জিলিং পাহাড়-সহ কাঞ্চনজঙ্ঘার প্যানরমিক ভিউ অসাধারণ৷ এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে অসাধারণ৷ খুব বেশি হলে ৩০ থেকে ৪০টি পরিবারের বাস৷ চোখে পড়বে পাহাড়ের গায়ে নকশাকাটা খেতে ফসলের বাহার৷

CHARKHOLE3

ব্লু ফ্রন্টেড রেডস্টার্ট, হিমালয়ান বুলবুল, ব্ল্যাকথ্রোটেড টিটের মতো বিভিন্ন পাখির আস্তানা এই চারখোলে৷ এখান থেকে ঘুরে আসতে পারেন ২৪ কিলোমিটার দূরের ছোট্ট পাহাড়ি গ্রাম চুইখিম৷ গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী লিস৷ সারাবছরই চারখোলে আবহাওয়া থাকে শীতল ও মনোরম৷ তাই বছরভরই আসা যায় চারখোলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ