Advertisement
Advertisement

Breaking News

নির্জন প্রকৃতির মাঝে নিভৃতে কাটানোর আদর্শ ঠিকানা

জোয়ারের সময় সুমুদ্র অসামান্য৷ তবে ভাটার টানে সমুদ্র চলে যায় অনেক দূরে৷ তখন নিরালা সৈকতে শুধুই লাল কাঁকড়ার দাপাদাপি৷ ঘন ঝাউবন ঘেরা বিস্তৃত সৈকতে হাঁটতে বেশ লাগে!

Explore virgin and unexplored sea beach: Bankiput
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 4:08 pm
  • Updated:February 28, 2019 5:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারিবদ্ধ ঝাউবন, ঝিঁঝির ডাক, নানা ধরনের পাখির কলকাকলি, বিস্তীর্ণ সমুদ্র সৈকত—এই নিয়েই পূর্ব মেদিনীপুরের স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্র বাঁকিপুট৷

কী ভাবে যাবেন—

Advertisement

বাস বা গাড়িতে এলে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বম্বে রোড ধরে পৌঁছে যান কোলাঘাট৷ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটু এগলেই হলদিয়া মোড়৷ সেখান থেকে নন্দকুমার পেরিযে কাঁথি মোড়৷ কাঁথি থেকে ধরুন জুনপুটের রাস্তা৷ জুনপুট পেরিয়ে বাঘাপুটের রাস্তা ধরলে পথেই পরবে বাঁকিপুট৷ কাঁথি থেকে বাঁকিপুটের দূরত্ব ১৩ কিলোমিটার আর জুনপুট থেকে বাঁকিপুটের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার৷

Advertisement

তাম্রলিপ্ত এক্সপ্রেস, কাণ্ডারি এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসে এলে নামতে হবে কাঁথিতে৷ সেখান থেকে ভ্যানরিকশায় করে পৌঁছনো যায় বাঁকিপুটে৷

bankiput2

কখন যাবেন, কোথায় থাকবেন—

সারাবছরই বাঁকিপুটের আবহাওয়ার থাকে মনোরম, তাই বছরের যেকোনও সময় পৌঁছে যাওয়া যায় বাঁকিপুটে৷ নিরালা এই সৈকতে থাকার জন্য আছে ঝিনুক রেসিডেন্সি৷ এখানে মজুত রয়েছে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধে৷ ঘরভাড়া ৯০০ থেকে ১২০০ টাকা৷ খাওয়ার খরচ আলাদা৷

কী দেখবেন—

জোয়ারের সময় সমুদ্র অসামান্য৷ তবে ভাটার টানে সমুদ্র চলে যায় অনেক দূরে৷ তখন নিরালা সৈকতে শুধুই লাল কাঁকড়ার দাপাদাপি৷ ঘন ঝাউবন ঘেরা বিস্তৃত সৈকতে হাঁটতে বেশ লাগে! বেশ রোম্যান্টিক আবহ৷ সবুজের সমারোহে, ফেনিল সমুদ্র, নাগরিক সভ্যতা থেকে অনেক দূরে দূষণমুক্ত পরিবেশে মন-প্রাণ দুইই জুড়িয়ে যাবে৷

bankiput3

ঝাউবন, সমুদ্র তো আছেই, সেই সঙ্গে বাঁকিপুটের আছে ঐতিহাসিক গুরুত্বও৷ দেখুন সমুদ্রের ধারে প্রাচীন বাতিঘর৷ হোটেল থেকে আধ কিলোমিটার মতো হেঁটে চলে আসুন ব্রিটিশ আমলে নির্মিত এই বাতিঘরের কাছে৷ ঘুরে আসুন পাঁচ কিলোমিটার দূরের বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত কপালকুন্ডলা মন্দির৷ এখান থেকে কিছু দূর এগলেই দরিয়াপুর লাইট হাউস৷ এই বাতিঘর থেকে চারপাশ দেখতে দারুণ লাগে৷ ঘুরে নিন পেটুয়াঘাটের দেশপ্রাণ মৎস্যবন্দর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ