Advertisement
Advertisement

Breaking News

মরুশহরে কালো পাহাড়ের এক অত্যাশ্চর্য উপাখ্যান

পড়ন্ত সূর্যের লাল রঙে ঝলসে ওঠে নাগ সভ্যতার এই রাজকীয় নিদর্শন৷

Mount abu a must watch place in Rajasthan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 4:32 pm
  • Updated:February 28, 2019 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবস্থান মরুশহরে৷ কিন্তু পরিচিতি শৈলশহর হিসেবে৷ মাউন্ট আবু৷ মরুভূমির পাশে রাজস্থানের পথিকদের কাছে এই কালোপাহাড়ের  রাজস্থানের আকর্ষণ এতটুকু কম নয়৷

পুরাণ উপাখ্যান –

Advertisement

‘আবু’ নামটি এসেছে ‘অর্বুদ’ শব্দ থেকে৷ পুরাণে কথিত আছে, শিবের বাহন নন্দী একবার অসতর্কতার বশে সমুদ্রে পড়ে যান৷ তাঁর পক্ষে সেখান থেকে আর উঠে আসা সম্ভব হয় না৷ তখন করুণ স্বরে তিনি আর্তনাদ করতে থাকেন৷ মহাদেব শিব ‘অর্বুদ’ নামে এক নাগকে পাঠিয়ে তাঁকে জল থেকে উদ্ধার করেন৷ এই ঘটনাকে মনে রাখার জন্য অর্বুদ তখন নন্দীকে পাহাড়ের শীর্ষে তুলে দেন৷ তখন মহাদেব এই পাহাড়ের নামকরণ করেন ‘অর্বুদ পাহাড়’৷

Advertisement

ঋকবেদেও এর নাম পাওয়া যায়৷ বহুকাল আগে এখনকার আবু পার্বত্য অঞ্চলে নাগ সভ্যতা রাজ করত৷ ওইসময় এই অঞ্চলের নাম ছিল অর্বুদাতল৷ পরবর্তীকালে এখানে গড়ে তোলা হয়েছিল দেবী অর্বুদা মন্দির৷ স্বাধীনতার আগে এই জায়গা ছিল রাজাদের গ্রীষ্মাবাস৷

dilwara-jain-temple-mount-abu

কী দেখবেন –

  • মাউণ্ট আবুতে দেখার জায়গা প্রচুর৷ দিলওয়ারা মন্দির, বিমলশাহ মন্দির, তেজপাল, অচলগড়, মন্দাকিনী জলাশয়, নেহরু আইল্যান্ড পার্ক, নাক্কি লেক, গান্ধীপার্ক, গুরুশিখর, রঘুনাথজির মন্দির, ব্রহ্মকুমারী আশ্রম, হানিমুন পয়েণ্ট, সানসেট পয়েণ্ট ও আরও বেশ কয়েকটা মনোরম জায়গা রয়েছে দেখার৷
  • আবু পাহাড়ের পাশাপাশি পাঁচটি বিখ্যাত জৈন মন্দির আছে৷ পাঁচজন দেবতা হলেন–মহাবীর, আদিনাথ, নেমিনাথ, পার্শ্বনাথ ও ঋষভনাথ৷
  • তবে পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ সানসেট পয়েণ্টে৷ দেশ-বিদেশ থেকে মানুষ আসেন মাউন্ট আবুর সূর্যাস্তের সাক্ষী হতে৷
  • এখান থেকে অটো ভাড়া করে আসা যায় নাক্কি লেকে৷ নাক্কি লেক নামকরণ নিয়ে অনেক কথা প্রচলিত আছে৷ অনেকে বলেন, তৃষিত দেবতারা নাকি নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে এই লেকটি তৈরি করে জলের অভাব পূরণ করেন৷

filename-p1030327-jpg

কীভাবে যাবেন –

জয়পুর থেকে আগ্রা ফোর্ট আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস (মঙ্গল, শুক্র ও রবিবার) রাত ২ টো ২০ মিনিটে ছেড়ে সকাল ৯ টা নাগাদ আবু রোড পৌঁছায়৷ আবু রোড থেকে ২৯ কিলোমিটার দূরে মাউণ্ট আবুর বাস পাবেন আধঘণ্টা অন্তর৷

এছাড়া শেয়ার জিপও ভাড়া পাওয়া যায়৷ যোধপুর থেকে সরাসরি মাউণ্ট আবু যাওয়ার বাস পাওয়া যায়৷ সময় লাগে সাত ঘণ্টার মতো৷

কোথায় থাকবেন –

রাজস্থানে নিজের পছন্দ অনুযায়ী সরকারি ও বেসরকারি নানারকম হোটেল পেয়ে যাবেন থাকার জন্য৷

The-charming-hill-town-of-Mount-Abu

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ