Advertisement
Advertisement

Breaking News

বর্ষায় ফটোগ্রাফারদের প্রিয় সাত গন্তব্য

বৃষ্টি ভেজা সেসব ল্যান্ডস্কেপ ক্যামেরাবন্দি করতে মুখিয়ে থাকেন তাঁরা৷ বর্ষাকালে দেশের কোন কোন অঞ্চল ছবির মতো সেজে ওঠে জানেন? জানলে আপনিও ছবি না তুলে থাকতে পারবেন না৷

These Places Are The Perfect Getaway For Photographers This Monsoon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 5:35 pm
  • Updated:February 27, 2019 4:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রার তাজমহল বা দার্জিলিংয়ের টাইগার হিল থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা৷ এসব জায়গা ফটোগ্রাফারদের ‘অলটাইম ফেভরিট’৷ কখনও পাহাড় ঝরনা দিয়ে সাজানো প্রকৃতির খোঁজে তো কখনও আবার ইতিহাসকে জীবন্ত করে তোলার নেশায় ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন চিত্রগ্রাহকরা৷ শুধু পেশাই নয়, ছবি তোলার নেশাও মানুষকে হাত ধরে টেনে নিয়ে যায় সুন্দর অজানা পুরীতে৷ তাজমহল বা কাঞ্চনজঙ্ঘা বাদ দিলেও বর্ষায় বেশ কিছু জায়গা আকর্ষণ করে ফটোগ্রাফারদের৷ বৃষ্টি ভেজা সেসব ল্যান্ডস্কেপ ক্যামেরাবন্দি করতে মুখিয়ে থাকেন তাঁরা৷ বর্ষাকালে দেশের কোন কোন অঞ্চল ছবির মতো সেজে ওঠে জানেন? জানলে আপনিও ছবি না তুলে থাকতে পারবেন না৷

১. দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড
আপনি যদি ল্যান্ডস্কেপের ভক্ত হন, তবে এই স্থানের প্রেমে পড়তেই হবে৷ অলোকনন্দা ও ভাগীরথী নদীর মোহনার ছবি দেখলে মনে হবে শিল্পীর কল্পনার বাস্তব রূপ৷ বর্ষাকালে এর শোভা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ভক্তরা ভিড় জমান এখানে৷

Advertisement

799977363
২. মালশেজ ঘাট, মহারাষ্ট্র
পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে রাস্তা৷ একদিকে খাড়া পাহাড় আর উল্টো দিকে খাদ৷ মধ্যে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে গাড়ির কাচ বন্ধ করে এগিয়ে চলেছেন আপনি৷ হঠাৎ দেখলেন পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরনা৷ ব্যাগ থেকে ক্যামেরাটা বের না করে কি আর থাকা যায় তখন? গাড়ির কাচটা অল্প নামিয়ে চটপট ক’টা ছবি তুলে ফেলতে পারেন৷ রাস্তা সচরাচর ফাঁকাই থাকে৷ তাই গাড়ি থামানোর জন্য পিছন থেকে হর্নের তাড়া খাওয়ার সম্ভাবনাও কম৷ পাহাড় আর ঝরনা ছাড়াও এই স্থান বিভিন্ন ধরনের পাহাড়ি পাখি ও ফুলের ছবি তোলার জন্য আদর্শ৷

Advertisement

904197656
৩. শোজা, হিমাচল প্রদেশ
সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৮ হাজার ফুট উঁচুতে হিমালয়ের কোলে অবস্থিত শোজায় জনবসতি বেশ কম৷ ছোট্ট এই শহরের সৌন্দর্য ফ্রেমবন্দি করে রাখার মতো৷ পাহাড় আর জঙ্গলের মাঝে অবস্থিত শহরটির এখন নয়া আকর্ষণ ট্রেকিং৷

429828796
৪. বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গ
ঘরের পাশেই বিষ্ণুপুরে হয়তো আগেও গিয়েছেন৷ কিন্তু বর্ষাকালে গিয়েছেন কি? যদি না গিয়ে থাকেন, তবে নিঃসন্দেহে এর আসল সৌন্দর্য মিস করেছেন৷ বৃষ্টিতে ভিজে বিষ্ণুপুর হয়ে ওঠে আরও রঙিন৷ অন্যরকম বিষ্ণুপুরের অ্যালবাম বানাতে দু’দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন৷

544128403
৫. জিরো, অরুণাচল প্রদেশ
বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থানগুলির একটি৷ পাহাড়ের কোলে ধানের ক্ষেত দেখার লোভে এখানে ভিড় জমান পর্যটকরা৷ জিরোর পাইন গাছের সারি ফটোগ্রাফারদের নজর কাড়তে প্রতিবারই সফল হয়৷ বর্ষাকালে এই জায়গা যেন আরও সুজলা-সুফলা হয়ে ওঠে৷

564900169
৬. মাজুলি, অসম
ব্রহ্মপুত্র নদের বুকে এক টুকরো দ্বীপ হল মাজুলি৷ যার আয়তন ১২৫০ বর্গ কিলোমিটার৷ বর্ষাকালে এই দ্বীপে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতো৷ পড়ন্ত রোদের রঙ চোখে না দেখলে বিশ্বাস হবে না৷

644928458
৭. মুন্নার, কেরল
কেরলের ইদুক্কির জেলার এক পাহাড়ি এলাকা মুন্নার৷ দেশের অন্যতম সেরা চা বাগানটি রয়েছে এখানেই৷ মেঘলা আকাশে রোদের ঝিকিমিকি ক্যামেরাবন্দি না করলে ফটোগ্রাফার হওয়াটাই যেন অপূর্ণ থেকে যাবে৷

297126855
আর কী! ড্রয়িং রুমের ছবিগুলো পাল্টে ফেলার সময় এসে গিয়েছে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ