Advertisement
Advertisement

Breaking News

বৃষ্টিভেজা বেলাশেষের ঠিকানা সোনাঝুরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির খোঁজে শান্তিনিকেতন যান না, এমন বাঙালি এ বঙ্গে অন্তত পাওয়া দুষ্কর৷ লালমাটির দেশে রবিঠাকুরের আপন গাঁয়ে নীল আকাশে ধরা দেয় মেঘমল্লারের দল৷ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আপনার মন ভোলাবেই৷ Advertisement Advertisement কী দেখবেন – Advertisement রবিঠাকুরের দেশে সকাল হবে আলসেমিতে৷ খেয়ে নেয়ে তবেই বের হবেন লালমাটির দেশে৷ কারণ […]

Sonajhuri, Santiniketan – 165 kms from Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 8:46 pm
  • Updated:February 28, 2019 4:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির খোঁজে শান্তিনিকেতন যান না, এমন বাঙালি এ বঙ্গে অন্তত পাওয়া দুষ্কর৷ লালমাটির দেশে রবিঠাকুরের আপন গাঁয়ে নীল আকাশে ধরা দেয় মেঘমল্লারের দল৷ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আপনার মন ভোলাবেই৷

DSCN0379

Advertisement

কী দেখবেন –

Advertisement
  • রবিঠাকুরের দেশে সকাল হবে আলসেমিতে৷ খেয়ে নেয়ে তবেই বের হবেন লালমাটির দেশে৷
  • কারণ আদিবাসী গ্রামে একবার গেলে আর ফিরে আসতে মন চাইবে না৷
  • বিকেল হলে বেরিয়ে পড়তে পারেন কোপাই নদীর উদ্দেশ্যে৷
  • জ্যোৎস্না রাতে সুন্দরী খোয়াইকে একবার যে দেখেছে, তারই হয়ে গেছে চিরকালের তরে৷
  • সঙ্গে সাঁওতাল নাচের নেশা৷
  • আর ফেরার পথে সোনাঝুরির হাট থেকে কেনাকাটা করতে ভুলবেন না৷

shanibarer-haat-sonajhuri

কীভাবে যাবেন –

বসন্ত উৎসব কিংবা পৌষ মেলায় তো হামেশাই ভিড় থাকে৷ তবে, বৃষ্টির দিনে সোনাঝুরির রূপ একান্তে উপভোগ করা যায়৷

  • বোলপুর বা প্রান্তিক স্টেশনে নেমে অটো রিক্সা বা পায়ে টানা রিক্সা করে যাওয়া যায় সোনাঝুড়িতে৷
  • বাস সার্ভিস তো রয়েছেই, অনেকে প্রাইভেট কার ভাড়া করেও যান৷

kopai_river

কোথায় থাকবেন –

হামেশা পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ তাই হোটেল পরিষেবা বেশ উন্নত সোনাঝুরির কাছে৷ চাইলে শান্তিনিকেতনেও থাকা যেতে পারে৷

img_0809_2

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ