Advertisement
Advertisement

Breaking News

WhatsApp নিয়ে এক ডজন অজানা অথচ মজাদার তথ্য!

৩১ ডিসেম্বরের পর ব্ল্যাকবেরি ও নোকিয়ায় বন্ধ হচ্ছে WhatsApp পরিষেবা!

10 Crazy WhatsApp Facts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 6:45 pm
  • Updated:March 1, 2019 5:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ব্ল্যাকবেরি ও নোকিয়া সিমবায়ান ফোনে চলতি বছরের ৩১ ডিসেম্বরের পরে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না৷ ইতিমধ্যেই ইউজারদের এবিষয়ে নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে সংস্থাটি৷ নোকিয়া এস ৪০, অ্যান্ড্রয়েড ২.১ ও ২.২ উইন্ডোজ ৭.১ মডেলে স্তব্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক যখন জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ বিপুল দামে কিনল, তখন অনেক তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞই চোখ কপালে তুলেছিলেন৷ কারণ, ইতিহাসে প্রথমবার কোনও টেক জায়েন্ট কর্পোরেশন আরেকটি সংস্থা কিনতে ১,৯০০ কোটি ডলার খরচ করে৷ ফেসবুক মেসেঞ্জারের পাশাপাশি আজ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত আলাপ-আলোচনা করতে পছন্দ করেন৷ কিন্তু এই সংস্থায় কী ভাবে কাজ হয় জানেন? জানেন সংস্থার মালিকের সম্পর্কে? এই প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ নিয়ে এক ডজন মজাদার অথচ অজানা তথ্য জানানো হল-

Advertisement

১. ২০১৫ সালের মার্চ মাসে ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড হয়৷ তখন হোয়াটসঅ্যাপে কাজ করতেন সংস্থার কর্ণধার-সহ মাত্র ৫ জন জন কর্মী৷ জেনে রাখুন, ফেসবুকের আগে গুগল ১০০০ কোটি টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনতে চেয়েছিল৷

Advertisement

২. ২০০৯ সালে জ্যান কউম ও ব্রায়ান এক্টন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন৷ দুই সহ-প্রতিষ্ঠাতাই আগে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু-র কর্মী ছিলেন। তারপর দুজনেই ফেসবুক ও টুইটারে ইন্টারভিউ দেন কিন্তু ব্যর্থ হন। তারপর নিজেদের সর্বশক্তি হোয়াটসঅ্যাপে নিয়োগ করেন৷ ভাবুন তো, তাঁদের ওই দুটো ইন্টারভিউ সফল হলে, আজ আমরা হোয়াটসঅ্যাপ পেতাম না হয়তো!

৩. ছবি ও ভিডিও কম্প্রেস করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়৷ আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনও ছবি বা ভিডিও কাউকে পাঠান৷ তারপর আসল ছবিটা ডিলিট করে ফেলুন৷ এবার আপনার ফোনের হোয়াটসঅ্যাপ গ্যালারি থেকে ওই ছবিটা খুঁজে দেখুন, সেটার সাইজ কত কমে গিয়েছে! এভাবে আপনার স্মার্টফোনের মেমোরি বাঁচবে৷

৪. একজন হোয়াটসঅ্যাপ ইউজারের আইডি প্রোটোকল এরকম দেখতে হয়- [phone number]@s.whatsapp.net ৷

৫. হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৩০ বিলিয়ন মেসেজ আদান-প্রদান হয়৷ চলতি বছর প্রতিদিন শুধু ছবিই আদানপ্রদান হয় ৭০০ মিলিয়নের আশেপাশে৷ ২০০ মিলিয়ন ভয়েস মেসেজ ও ১০০ মিলিয়ন ভিডিও শেয়ার হয় এই মেসেজিং প্ল্যাটফর্মে৷

৬. হোয়াটসঅ্যাপ যে কোনও কন্ট্যাক্ট বা গ্রুপের জন্য কাস্টমাইজড রিং-টোন রাখা যায়৷

৭. বোল্ড, ইট্যালিক্স ও স্ট্রাইক-থ্রু ফন্টে হোয়াটসঅ্যাপে মেসেজ লেখা যায়৷

whatsapp_text_formatting web

৮. ফেসবুক মেসেঞ্জার বা স্কাইপ-এর মতো ইউজারদের কোনও ডেটা সংরক্ষণ করে না হোয়াটসঅ্যাপ৷

৯. ২৫৬-বিট এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে নিরাপদ মেসেজ শেয়ারিং প্ল্যাটফর্ম৷

১০. প্রতি সপ্তাহে এক একজন ইউজার গড়ে ১৯৫ মিনিট করে ব্যয় করেন হোয়াটসঅ্যাপে৷

১১. ইন্টারনেটে মোট যত সেলফি শেয়ার হয় তার  ২৭% হয় হোয়াটসঅ্যাপে৷

১২. নোকিয়া সিরিজ ৪০ (নোকিয়া ৬৩৩০)) হল প্রথম ফিচার ফোন যা হোয়াটসঅ্যাপ সাপোর্টেড৷ সবচেয়ে পুরনো যে মডেলে এখনও হোয়াটসঅ্যাপ রান করে সেটি হল নোকিয়া এন-৯৫৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ